নারায়ণগঞ্জে ভবন ধস, ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি ওয়াজিদ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ধসে পড়া ভবন। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ধসে পড়া ভবন। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় চারতলা ভবন ধসের ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ভেতরে আটকা পড়া ওয়াজিদকে (১২) এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ওয়াজিদের স্বজনসহ স্থানীয়রা।

বিজ্ঞাপন

সোমবার (৪ নভেম্বর) বিকেলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ফায়ার সার্ভিস না পারলে আমাদেরকে বলুক, আমরা উদ্ধার কাজ চালাই।’

রোববার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৪টায় শহরের দেওভোগ মুন্সিবাড়ি এলাকার এইচএম ম্যানশন নামে ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় সোহাইন হোসেন (১০) নামে এক স্কুলছাত্র নিহত ও ৬ জন আহত হয়। ঘটনার সময় ভবনের ভেতরে আটকা পড়ে ওয়াজিদ। সে ওই ভবনের নিচ তলায় আরবি পড়তে এসেছিল। একই সঙ্গে সেখানে পড়তে এসেছিল তার সহপাঠী স্বপ্না।

বিজ্ঞাপন

আহত স্বপ্না জানায়, প্রতিদিনের মতো রোববার বিকেলে ওই ভবনে শিক্ষক সোনিয়া বেগমের কাছে ওয়াজিদ, শোয়েব আর সে আরবি পড়ছিল। তখন হঠাৎ শিক্ষক তাদের বলেন, ভবনটি কাঁপছে। এ কথা শোনার পরপরই তারা তিনজন পড়া রেখে উঠে দাঁড়ায়। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ভবনটি বিকট শব্দে ধসে পড়ে। তারা পানিতে তলিয়ে যায়। এরপর স্বপ্নাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ভবন ধসের খবর শোনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর সদস্যরা। রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত এখনো ওয়াজিদকে খুঁজে পাওয়া যায়নি। তবে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে দমকল বাহিনীর ডুবুরি দলের সদস্য আব্দুস সোবাহান জানান, ছয়জন ডুবুরি উদ্ধার কাজে সহায়তা করছেন। ভবনটি ধসে নরম মাটির ভেতরে দেবে গেছে। এ কারণে ভবনের একেবারে নিচে যাওয়া সম্ভব হচ্ছে না। ভবনের যে অংশটুকুতে যাওয়া যাচ্ছে সেখানে পা ঢুকিয়ে নানাভাবে তল্লাশি চালানো হচ্ছে। তারা ওয়াজিদকে উদ্ধারে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৪ তলা ভবন ধস, নিহত ১