বগুড়ায় স্কুলছাত্রী-গৃহবধূর আত্মহত্যা
বগুড়ায় স্কুলছাত্রী ফাতেমা খাতুন (১৩) এবং গৃহবধূ পপি খাতুন (২৪) নামে দুই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরের পর বগুড়ার শেরপুর উপজেলার জুয়ানপুর গ্রাম থেকে স্কুলছাত্রী ফাতেমা খাতুনের এবং সদর উপজেলার বালা কৈগাড়ি গ্রাম থেকে গৃহবধূ পপি খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, জুয়ানপুর গ্রামের নুর হোসেনের মেয়ে হলো ফাতেমা খাতুন। ধারণা করা হচ্ছে মা-বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে সে। ফাতেমা খাতুন মজিবর রহমান বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
অপরদিকে পপি খাতুন বগুড়া সদরের শেখের কোলা ইউনিয়নের বালা কৈগাড়ি গ্রামের দিনমজুর রিপন মিয়ার স্ত্রী।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, এনজিও থেকে স্বামীকে ঋণ এনে দেন পপি খাতুন। কিন্তু তার স্বামী মঙ্গলবার কিস্তির টাকা পরিশোধ করতে পারেননি। এ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হলে পপি খাতুন আত্মহত্যা করেন।