অতিরিক্ত মদপানে শ্রীপুরে দুইজনের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। একই কারণে অসুস্থ হয়েছেন দুইজন। উপজেলার বরমী ইউনিয়নের পাইতলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই ব্যক্তি হলেন- পাইতলবাড়ী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে লিয়াকত আলী (৫০) ও মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আকতার হোসেন (৫৫)।
অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন-একই গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে নূরুল ইসলাম নূরু (৪৫) ও বদর উদ্দিনের ছেলে সোহেল মিয়া (৩৮)।
স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে চারজন একসঙ্গে মদপান করেন। রাতে অসুস্থ হয়ে পড়লে সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফতেহ আকরাম জানান, অতিরিক্ত মদপানে অসুস্থ হওয়া চারজনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের ভর্তি করে অবজারভেশনে রাখা হয়েছিলো। পরে রাত সাড়ে ৩টার দিকে আকতার হোসেন মারা যান। আর শুক্রবার (৮ নভেম্বর) রাতে মারা যান লিয়াকত আলী। বাকি দুইজনকে অবজারভেজনে রাখা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মরদেহ দুটির ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট হাতে আসলেই বিস্তারিত জানা যাবে। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।