পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ সম্মেলনে মাধ্যমে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ সম্মেলনে মাধ্যমে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

যশোরের শার্শা উপজেলার উলাশি গ্রাম থেকে ছয়টি পেট্টোল বোমা ও ধারালো অস্ত্রসহ আশিক হোসেন নামে যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটক আশিক উলাশী পূর্বপাড়ার শরিফুল ইসলাম পিপলুর ছেলে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল যশোর কোতোয়ালি মডেল থানার প্রতারণা মামলার আসামি ধরতে উলাশী গ্রামের তরিকুল ইসলাম মিলন মেম্বরের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির দ্বিতীয়তলার একটি কক্ষ থেকে তার ভাতিজা আশিক পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা তাকে আটক করে এবং তার ঘরে তল্লাশি করে ছয়টি পেট্রোল বোমা, ৫টি ককটেল, ৪টি রাম দা, ৪টি হকিস্টিক উদ্ধার করে।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক জানান, জব্দকৃত বোমা ও অস্ত্র তার চাচা তরিকুল ইসলামের। এ ঘটনায় শার্শা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।