ঝড়ের প্রভাবে বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

  • খন্দকার সুজন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট বন্ধ ঘোষণা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট বন্ধ ঘোষণা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব থেকে জানমালের নিরাপত্তার জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

শনিবার (৯ নভেম্বর) রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কম'কে বিষয়টি নিশ্চিত করে জানান, জানমালের নিরাপত্তার জন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে দুপুর ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে লঞ্চ চলাচল শুরু করা হবে বলে জানান বি আই ডব্লিউ টি এ আরিচা কার্যালয়ের ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম।