ভোলায় ট্রলার ডুবি: ১০ জন জীবিত উদ্ধার, নিহত ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ভোলার ট্রলার ডুবিতে নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড সদস্যরা। কোস্ট গার্ড সদস্যরা এখনও পর্যন্ত ১০ জন জীবিত জেলেকে উদ্ধার করেছে। একই ঘটনায় মোঃ খোরশেদ (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হামিদুল ইসলাম বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ ঘটনায় উদ্ধার কাজ চলমান। আমরা এখনও পর্যন্ত ১০ জন জীবিত জেলেকে উদ্ধার করতে পেরেছি।

এদিকে গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢালচর থেকে দুই শতাধিক জেলে সাগরে মাছ শিকারে যায়। এর মধ্যে অনেকে ফিরে আসলেও এখনও শতাধিক জেলে ফিরে আসেনি। তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। কিন্তু মোবাইল সংযোগ পাওয়া যাচ্ছে না বলে জানান ঢালচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাম হাওলাদার। 

বিজ্ঞাপন