টাকার উপরে ঘুমিয়ে থাকা সেই এসআই ক্লোজড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে টাকার বান্ডিলের উপরে ঘুমিয়ে থাকা সেই ডিবির উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমানকে ক্লোজড করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) তাকে ডিবি থেকে ক্লোজড করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

জেলা পুলিশ থেকে জানানো হয়, প্রশাসনিক কারণে তাকে ক্লোজড করা হয়েছে।

তবে জেলা পুলিশেরই একটি সূত্র জানিয়েছে, টাকার বান্ডিলের উপর ঘুমিয়ে থাকার ঘটনায় যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, সেই সূত্র ধরেই তাকে ক্লোজড করা হয়।

বিজ্ঞাপন

এর আগেও বিভিন্ন সময় নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড করার অভিযোগ ছিল আরিফুর রহমানের বিরুদ্ধে। সবশেষ টাকার উপর ঘুমিয়ে থাকার ঘটনায় বিতর্ক সৃষ্টি হলে এই ক্লোজড করা হয়।

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর একটি মাইক্রোবাসের মধ্যে বেশ কিছু টাকার বান্ডিলের উপর ঘুমিয়ে থাকতে দেখা যায় ওই এসআইকে। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে এ নিয়ে দেখা দেয় নানা সমালোচনা।

তবে এসআই আরিফের দাবি, ওই টাকাটা তার বৈধ উপায়ে নেয়া। ঘটনাটি আজ থেকে ৫ মাস আগের। সে সময় তার মা অসুস্থ ছিলেন। মূলত সেই জন্যই ১ লাখ ২০ হাজার টাকা সংগ্রহ করেছিলেন চিকিৎসার জন্য।

আরও পড়ুন: টাকার বান্ডিলসহ ঘুমন্ত পুলিশের ভাইরাল ছবি