পাবনায় ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে: গ্রেফতার ১২ যুবক
কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অপরাধে ১২ জন যুবককে গ্রেফতার করেছে পাবনার ঈশ্বরদী থানা পুলিশ। উপজেলার সাহাপুরে এ ঘটনা ঘটে।
রোববার (১০ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রোববার সকালে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা আসামিরা হলেন- ঈশ্বরদী সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মানজুর রহমানের ছেলে মেহেদী হাসান (২২), রেজাউল মণ্ডলের ছেলে রাজিব মণ্ডল (২২), আজিজুল ফরিরের ছেলে রাসেল (২০), দিয়াড় সাহাপুর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে রাব্বি হোসেন (২০), তরিকুল ইসলামের ছেলে শিহাব হোসেন (১৯), কেদু সাহ’র ছেলে শামিম হোসেন (২২), সোলাইমান হোসেনের ছেলে সৈকত হোসেন (২২), রাজ্জাক আহমেদের ছেলে রাজু আহমেদ (২০), সিদ্দিকুর রহমানের ছেলে শফিউল ইসলাম সালমান (২১), সাহাপুর-এর দেবেন মহলদারের ছেলে ইমন আলী (২১), আশরাফুল ইসলামের ছেলে আশিক (২১), ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুরের মাহাবুব আহমেদের ছেলে মাহফুজ আহমেদ (২০)।
পাবনার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, সদ্য বিবাহিত এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে ভিডিও ধারণ করা হয়। এরপর ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় ওই গৃহবধূর সংসার ভেঙে যায়।
এ ঘটনায় ওই গৃহবধূর বাবা ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গ্রেফতার যুবকদের তিনটি আইনের ধারা সংযোজন করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্নোগ্রাফি ও ডিজিটাল আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।