নাটোরে চিনিকলে শ্রমিকের মৃত্যু
নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের ভেগাজ (বর্জ্য) কেরিয়ারের ভেতর পড়ে নিরঞ্জন সাহা (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর প্রায় ৫ ঘণ্টা মিলের উৎপাদন বন্ধ ছিল।
নিহত নিরঞ্জন সাহা লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার মধুবাড়ি এলাকার মৃত বৈদ্যনাথ সাহার ছেলে। তিনি নর্থ বেঙ্গল সুগার মিলের মিল হাউস ফিডার পদে কর্মরত ছিলেন।
রোববার(১০ নভেম্বর)দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নর্থবেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপক আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিল কর্তৃপক্ষ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মিল হাউস ফিডার নিরঞ্জন সাহা রোববার রাতে মিলের ভেগাজ কারখানায় কর্মরত ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ভেগাজ কেরিয়ারে সমস্যা দেখা দেয়। এ সময় কেরিয়ার সচল করতে গিয়ে তিনি ওই ভেগাজ কেরিয়ারে পড়ে যান। কর্মরত শ্রমিক কর্মচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এই দুর্ঘটনার পরপরই মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানায়, ভোর ৬টার দিকে মিলের উৎপাদন পুনরায় শুরু হয়।
নর্থবেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপক আব্দুল কাদের বলেন, ঘটনাটি দুঃখজনক। অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার সাথে সাথে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি।