বেনাপোল কাস্টমস হাউসে লকার ভেঙে চুরি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

বেনাপোল কাস্টমস হাউস ভবন। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বেনাপোল কাস্টমস হাউস ভবন। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বেনাপোল কাস্টমস হাউসের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় একটি লকার ভেঙে চুরির ঘটনা ঘটেছে। তবে কী ধরনের দলিল বা মূল্যবান সম্পদ চুরি হয়েছে তা জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, রোববার (১০ নভেম্বর) রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এদিকে ওই ভবনটিতে আনসার সদস্যরা নিরাপত্তা রক্ষার কাজটি করে থাকেন। এছাড়া ওই ভবনের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা রয়েছে। এর মধ্যেও কীভাবে এ চুরির ঘটনা ঘটেছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, যারা এ চুরির ঘটনা ঘটিয়েছে তারা আগে থেকে পরিকল্পনা করেছে। সঠিকভাবে তদন্তের মাধ্যমে যেন চুরির ঘটনার রহস্য উন্মোচন হয় তার জন্য সিআইডিকে জানানো হয়েছে। তদন্ত শেষে কী কী চুরি হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিজ্ঞাপন