সন্ধান মেলেনি নিখোঁজ ১২ জেলের 

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

নিখোঁজদের পরিবারগুলোর শঙ্কায় আর্তনাত/ ছবি:

নিখোঁজদের পরিবারগুলোর শঙ্কায় আর্তনাত/ ছবি:

ঘূর্ণিঝড় বুলবুলের সময় নিখোঁজ গলাচিপার ১২ জেলের সন্ধান এখনও মেলেনি। এ নিয়ে তাদের পরিবারে চলছে শোকের মাতম। 

সোমবার (১১ নভেম্বর) নিখোঁজদের বাড়িতে গিয়ে দেখা যায় তাদের পরিবারগুলো অজানা শঙ্কায় আর্তনাত করছে।

বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে ৬০ কিলোমিটার গভীরে মাছ শিকারে গিয়ে গলাচিপার ১২ জন জেলে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে ঘূর্ণিঝড় বুলবুল’র কবলে পড়ে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত মোবাইলে নিখোঁজ জেলেরা পরিবারের সঙ্গে যোগাযোগ করলেও এর পর আর কোনো খোঁজ মেলেনি।

পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের নিখোঁজ জেলে পরিবারগুলার সাথে কথা বলে জানা যায়, গলাচিপা পক্ষিয়া গ্রামের ট্রলারের মালিক ও মাঝি মো. রিপন খলিফা, ভাগী তরিকুল, মনসুর, সলিম, রিয়াজ, সাহা গাজী,  চরখালী গ্রামর নিজাম মৃধা, রাজিব মৃধা, আলম হাওলাদার, মহিউদ্দিন ও মাকলাস মৃধা।

বিজ্ঞাপন