আদালতের নির্দেশে জমি মালিককে বুঝিয়ে দিল সিসিক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা টেয়েন্টিফোর.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

মালামাল সরিয়ে নিচ্ছে সিসিক, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মালামাল সরিয়ে নিচ্ছে সিসিক, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সিলেট নগরের শেখঘাট খুলিয়াপাড়ায় উদ্ধার করা ৩৭ শতাংশ জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় সিটি করপোরেশনের পক্ষে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সনতু ও সিসিকের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত হয়ে ভূমির প্রকৃত মালিক হুমায়ুন কবির চৌধুরীকে জমিটি বুঝিয়ে দেন।

বিজ্ঞাপন

এর আগে চলতি বছরের গত ২১ জুলাই সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী এই জমি সিসিকের মালিকানাধীন দাবি করে দখলে নেন। সেই সঙ্গে সিসিকের সাইনবোর্ডও টাঙিয়ে দেন তিনি। পরে উচ্চ আদালতের নির্দেশে আজ হুমায়ুন কবির চৌধুরীর হাতে এই জায়গার মালিকানা বুঝিয়ে দেওয়া হলো।

১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত বলেন, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক সিটি করপোরেশনের পক্ষ থেকে হুমায়ুন কবিরের কাছে তার জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভূমির মালিক হুমায়ুন কবির চৌধুরী বলেন, জমিটি পেয়ে আমি আনন্দিত। তবে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছি।