নাটোরে মাদক বিক্রির অপরাধে যুবকের ৭ বছরের কারাদণ্ড

  • ডিসট্রিক্ট করেসপনডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

নাটোর জেলার মানচিত্র

নাটোর জেলার মানচিত্র

নাটোরে ফেনসিডিল বিক্রির অপরাধে ফজলুর রহমান নামের এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে নাটোর স্পেশাল ট্রাইব্যুনাল-৪ আদালতের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এই রায় প্রদান করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত ফজলুর রহমান নাটোর শহরের বাজার মহল্লার মৃত খোদা বক্স প্রামাণিকের ছেলে।

নাটোর জজকোর্ট পাবলিক প্রসিকিউটার সিরাজুল ইসলাম রায়ের সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৪ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহী বিনোদপুরের একটি টহল দল শহরের উত্তর পটুয়াপাড়া এলাকার একটি গলি থেকে দণ্ডপ্রাপ্ত আসামি ফজলুকে ফেনসিডিল বিক্রির সময় হাতেনাতে ২৯ বোতলসহ আটক করে। এ ঘটনায় সদর থানায় র‍্যাব-৫ এর তৎকালীন এএসআই আলমগীর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ আদালত সোমবার দুপুরে এই রায় প্রদান করেন। রায় প্রদানের সময় আসামি পলাতক ছিলেন।