অনিয়মের অভিযোগে চুয়াডাঙ্গার ওসি প্রত্যাহার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

ওসি শেখ গণি মিয়া, ছবি: সংগৃহীত

ওসি শেখ গণি মিয়া, ছবি: সংগৃহীত

মাদক বিক্রেতাকে প্রশ্রয় ও নানা অনিয়মের অভিযোগে চুয়াডাঙ্গা জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়াকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপর জাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

জানা গেছে, মাদক বিক্রিতে মাদকসেবীদের সহায়তা করাসহ তার দায়িত্ব অবহেলার অভিযোগ দীর্ঘদিনের। এছাড়া চলমান মাদকবিরোধী অভিযানে তার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগও ওঠে। তাছাড়া থানায় ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ সব সময় কাজ করছে। সেই মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে জীবননগর থানার ওসি শেখ গণি মিয়ার বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে নিজ দায়িত্বে গাফিলতির অভিযোগের প্রমাণ মেলে। এছাড়া নানা অভিযোগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।’

বিজ্ঞাপন