বেনাপোল কাস্টমসের স্বর্ণ চুরি, ইন্সপেক্টরসহ সাময়িক বরখাস্ত ৫
বেনাপোল কাস্টমস হাউসের লকার থেকে স্বর্ণ চুরির ঘটনায় এক ইন্সপেক্টরসহ ৫ জন কাস্টমস ও এনজিও সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্তকৃরা হলেন- ইন্সপেক্টর সাইফুল, সিপাই পারভেজ ও এনজিও সদস্য আজিবর, মহব্বত, সুরত আলী।
সোমবার (১১ নভেম্বর) রাত ১১টায় প্রাথমিক তদন্ত শেষে ডিএসবির (এএসপি) তৌহিদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এর মধ্যে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহমূলকভাবে ৫ জনকে বেনাপোল পোর্ট থানায় নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কাস্টমসের যে স্থনে লকার ছিল, সেখানে কোনো নিরাপত্তাকর্মী থাকে না। এতে সহজে চোরচক্র এঘটনা ঘটিয়েছে। লকারে জব্দকৃত ২৯ কেজির মতো স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা ছিল। কিন্তু সেখান থেকে কেবল ১৯ কেজি ৩৮০ গ্রাম স্বর্ণ চুরি হয়েছে। গত ৫/৬ বছরের জব্দকৃত মূল্যবান জিনিসপত্র এ লকারে সংরক্ষণ করা ছিল।’
বেনাপোল কাস্টমস হাউসের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, কাস্টমসে বিভিন্ন নিরাপত্তা সংস্থা কাজ করলেও নিরাপত্তা ব্যবস্থা ততোটা উন্নত নয়। তবে লকার রুমের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন থাকলেও সেখানে কোন পাহারাদার ছিল না। লকার রুমের তালা ভাঙা হলেও লকার ভাঙা হয়নি। ডুবলিকেট চাবি ব্যবহার করে খোলা হয়েছিল। এতেই লকার রুমে কর্মরতদের দিকে সন্দেহের তীর ওঠে।