না'গঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃৃহীত

ছবি: সংগৃৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ইটভাটার অপরিকল্পিত বিদ্যুৎ লাইনে জড়িয়ে অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বন্দরের কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শিশুর নাম মো. হান্নান (১২)। সে কিশোরগঞ্জ জেলার কাজিরখোলা গ্রামের নেওয়াজ মিয়ার ছেলে। বন্দরের কেওঢালা এলাকার আব্দুর রহমানের ভাড়াটিয়া বাড়িতে থাকত সে।

এলাকাবাসী জানান, শিশু হান্নানের মা ইটভাটার শ্রমিকদের জন্য রান্নার কাজ করেন। প্রতিদিনের ন্যায় ছেলেকে ভাড়া বাসায় রেখে কাজে চলে যান। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে অন্যান্য শিশুদের সঙ্গে খেলার সময়ে পার্শ্ববর্তী আমির আলীর নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদে ওঠে। এ সময় ওই এলাকার এসকেবি ব্রিক ফিল্ডের ১১ হাজার বোল্টেজ বিদ্যুৎ লাইনে জড়িয়ে বিকট শব্দে শিশুর শরীরে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় সে।

বিজ্ঞাপন

খবর পেয়ে বন্দরের কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হুসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

তবে অপরিকল্পিতভাবে ইটভাটায় বিদ্যুৎ লাইন সংযোগ নেওয়ার কারণে শিশুর মৃত্যু হয় বলে ইটভাটার মালিক পক্ষকে দায়ী করছেন এলাকাবাসী।