বগুড়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্র নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বগুড়ার শাজাহানপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এনামুল হক (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ সময় মাসুদ রানা নামের আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চকজোড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহত এনামুল হক চকজোড়া কুয়াপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে। তিনি বগুড়া সরকারি কলেজ থেকে এ বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাশ করেছেন।

জানা গেছে, বিকেলে একই এলাকার সামিউল নামের একজনের মোটরসাইকেল নিয়ে বন্ধুসহ ঘুরতে বের হয় এনামুল। সন্ধ্যার দিকে চকজোড়া গ্রামের রাস্তায় স্পিড ব্রেকার বুঝতে না পারায় ছিটকে রাস্তার পার্শ্বে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুইজনই গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টায় এনামুল মারা যান।

বিজ্ঞাপন

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মন্ডল বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'আহত মাসুদ রানা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন'।