পটুয়াখালীতে ২৮ জেলে নিখোঁজের অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে ২৮ জেলে নিখোঁজের অভিযোগ করেছেন কুয়াকাটা আলিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা।
মঙ্গলবার (১২ নভেম্বর) দিনগত রাতে এই মর্মে প্রত্যায়নপত্র দাখিল করেন তিনি।
আনছার উদ্দিন মোল্লা বলেন, গত ৯ নভেম্বর ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ইউসুফ হাং এর এফবি রাইসার ৭ জন জেলে, মোঃ আল আমিনের এফবি মায়ের দোয়ার ১০ জন জেলে এবং শাজাহান ফকিরের এফবি সিদ্দিক ৮ জন জেলে নিয়ে নিখোঁজ হয়। গত তিন দিন যাবৎ তাদের খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
এদিকে নিখোঁজ জেলেদের খোঁজার জন্য এফবি মায়ের দোয়া নামে আরও একটি ট্রলার মাঝি মোঃ হানিফ হাওলাদার সহ অন্যান্যরা সুন্দরবন এবং তৎসংলগ্ন এলাকায় অনুসন্ধানে বেরিয়েছে বলেও জানান তিনি।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল আহমেদ জানান, আনসার উদ্দিন মোল্লা মৌখিকভাবে মঙ্গলবার রাতে তাকে বিষয়টি অবহিত করেছে। তবে নিখোঁজ জেলেদের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ করা হয়নি।
উল্লেখ্য ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানার পূর্বে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এবং মহিপুর থানার অফিসার ইনচার্জ ট্রলার মালিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছিলেন সকল ট্রলার এবং জেলে তীরে ফিরে এসেছে। কোনো ট্রলার নিখোঁজ নেই।