বেনাপোল সীমান্তে স্বর্ণবার সহ পাচারকারী আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল
  • |
  • Font increase
  • Font Decrease

স্বর্ণের বার, ছবি: সংগৃৃহীত

স্বর্ণের বার, ছবি: সংগৃৃহীত

যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় আটটি স্বর্ণবার সহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক যুবকের নাম রবিউল ইসলাম (৩৫)।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ৮টায় বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোস্ট থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

বিজ্ঞাপন

আটককৃত রবিউল ইসলাম যশোর আরএন রোড এলাকার মনির উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, গোপন ভিত্তিতে তারা জানতে পারে বেনাপোল সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। পরে সীমান্তে নিরাপত্তা জোরদার করে বিজিবি। এক পর্যায়ে সন্দেহভাজন ওই যুবক যশোর মাহেন্দ্রযোগে বেনাপোল সীমান্তে আসার সময় আমড়াখালী বিজিবি চেকপোস্টে তাকে ধরা হয়। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের বেল্টের মধ্যে অভিনব কায়দায় রাখা আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আমড়াখালী বিজিবি চেকপোস্টের হাবিলদার শফিউদ্দীন বার্তাটোয়েন্টিফোর.কম-কে নিশ্চিত করে জানান, আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।