হুমায়ূনের জন্মবার্ষিকীতে নেত্রকোনায় ৩ গুণীজনকে সম্মাননা প্রদান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

সম্মাননাপ্রাপ্ত তিন গুণীজন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সম্মাননাপ্রাপ্ত তিন গুণীজন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাংলা সাহিত্যের নন্দিত কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ৭১তম জন্মবার্ষিকীতে নেত্রকোনায় তিন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে হিমু পাঠক আড্ডার উদ্যোগে নেত্রকোনা জেলা প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই তিন গুণীজনের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

সম্মাননাপ্রাপ্ত তিনজন হলেন- দেশ বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার, বরেণ্য কবি হেলাল হাফিজ ও প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মঈনউল ইসলাম। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সম্মাননা প্রাপ্ত গুণীজন।

বিজ্ঞাপন

হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা সাংবাদিক আল্পনা বেগমের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার আকবর আলী মুনসী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, অধ্যাপক মতীন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা বিমল পাল, কবি নেহাল হাফিজ, কবি মাসুম পারভেজ প্রমুখ।