নাটোরে থ্রি-হুইলার চালকদের মহাসড়ক অবরোধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

থ্রি-হুইলার চালকদের মহাসড়ক অবরোধ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

থ্রি-হুইলার চালকদের মহাসড়ক অবরোধ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে বাধা তুলে নেওয়ার দাবিতে ঘণ্টাব্যাপী পাবনা-নাটোর মহাসড়ক অবরোধ করে রাখে থ্রি-হুইলার চালকরা।

বৃহস্পতিবার(১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার রাজাপুর বাজার এলাকায় কয়েকশ’ চালক এ অবরোধ কর্মসূচি পালন করে।

বিজ্ঞাপন

এসময় দক্ষিণাঞ্চল থেকে নাটোর-রাজশাহী ও নাটোর-বগুড়া রুটে এবং উত্তরাঞ্চল থেকে নাটোর হয়ে কোন গাড়ী দক্ষিণাঞ্চলে প্রবেশ করতে পারেনি।

পরে হাইওয়ে পুলিশ ও থ্রি-হুইলার চালক নেতাদের মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে পুলিশ অবরোধকারীদের নিয়ে স্থানীয় চান্দাই ইউনিয়ন পরিষদ ভবনে আলোচনায় বসেছে।

বিজ্ঞাপন

অবরোধকারীদের অভিযোগ, নাটোর থেকে দেশের দক্ষিণাঞ্চলে প্রবেশের একমাত্র রুট নাটোর-পাবনা মহাসড়কে কোন সংযোগ সড়ক বা ফিডার রোড নেই। অথচ পাশ্ববর্তী নাটোর-ঢাকা রুটের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সাথেই সংযোগ সড়ক রয়েছে। সেই সড়কে তিন চাকার যানবাহন চলাচল করতে পারলেও দুর্ঘটনা এড়াতে নাটোর-পাবনা মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করা হয়েছে। এতে তারা প্রায় কর্মহীন হয়ে পড়েছেন।

মহাসড়ক রেখে আঞ্চলিক সড়কে যাত্রী বহন করে দিনান্তে তাদের জমার টাকা উঠে না। তাই সংযোগ সড়ক তৈরির পূর্ব পর্যন্ত মহাসড়কে চলাচলে অনুমতি চান তারা।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, থ্রি হুইলার চালকরা তাদের বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে। পরে আলোচনার আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

তিনি আরও জানান, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তাদের দাবির ব্যাপারে করণীয় সমূহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।