বরিশালে গণিত পরীক্ষায় বহিষ্কার ৩, অনুপস্থিত ৩ হাজার
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গণিত বিষয়ে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ১০১ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) বিকেলে বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আনোয়ারুল আজিম।
এ সময় তিনি বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ভোলা জেলায় ৩ জনকে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া গণিত বিষয়ে এক লাখ ১৩ হাজার ২৯২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তবে ১৮১ টি কেন্দ্রে ৩ হাজার ১০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। যার মধ্যে বরিশাল জেলায় ৮৮০ জন, ভোলা জেলায় ৬১৯ জন, পটুয়াখালী জেলায় ৫৭৯ জন, পিরোজপুর জেলায় ৩৬৯ জন, বরগুনা জেলায় ৩৫০ জন ও ঝালকাঠি জেলায় ৩০৪ রয়েছে ।