যশোরে গণিত পরীক্ষায় অনুপস্থিত ৫ হাজার ৪৭ শিক্ষার্থী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

যশোর বোর্ড। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

যশোর বোর্ড। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার শেষ দিনে যশোরে ৫ হাজার ৪৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আজ ছিল গণিত পরীক্ষা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুন্দ্র।

বিজ্ঞাপন

যশোর বোর্ড সূত্র জানায়, বৃহস্পতিবার গণিত পরীক্ষার মধ্য দিয়ে জেএসসি পরীক্ষা শেষ হয়েছে। যশোর বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলায় ২ লাখ ১৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৯ হাজার ৭৯৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। গণিত পরীক্ষায় ২৮৩ কেন্দ্রে ৫ হাজার ৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে খুলনা জেলায় ৫০৩ জন, বাগেরহাট জেলায় ৩৭৩ জন, সাতক্ষীরা জেলায় ৫৪৫ জন, কুষ্টিয়া জেলায় ৭৯৭ জন, চুয়াডাঙ্গা জেলায় ৪৪৭ জন, মেহেরপুর জেলায় ৩১৯ জন, যশোর জেলায় ৭৭৩ জন, নড়াইল জেলায় ৩১৮ জন, ঝিনাইদহ জেলায় ৩৩৪ জন এবং মাগুরা জেলায় ৬৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুন্দ্র জানান, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন