বেনাপোল বন্দরে পেঁয়াজের কেজি ২১০ টাকা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল(যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

বেনাপোল বন্দর, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বেনাপোল বন্দর, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বেনাপোল বন্দরে পেঁয়াজের বাজার আকাশ ছোঁয়া। এর নেতিবাচক প্রভাব পড়েছে সাধারণ ক্রেতাদের ওপর। বর্তমানে বেনাপোল বন্দরে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা।

পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে ক্রেতা বন্দর শ্রমিক রফিকুল ইসলাম বলেন, তার দৈনিক আয় ২৫০ থেকে ৩০০ টাকা। যদি পেঁয়াজের কেজি ২০০ টাকা হয় তাহলে চাল-ডাল কিনবেন কিভাবে?

বিজ্ঞাপন

বেনাপোল পৌরসভার কাঁচাবাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা লিটন জানান, তাদেরকে প্রতিকেজি পেঁয়াজ ১৯০ থেকে ১৯৫ টাকায় কিনতে হচ্ছে। তারা বাজারে ২’শ থেকে ২১০ টাকায় বিক্রি করছেন।

বেনাপোল স্থলবন্দরের ট্রাফিক পরিচালক নজরুল ইসলাম বলেন, গত ২৪ অক্টোবর সর্বশেষ প্রতি মেট্টিক টন ৮৫৫ ডলার মূল্যে ভারত থেকে ২৭ মেট্টিক টন পেঁয়াজ আমদানি হয়। এরপর আর কোন পেঁয়াজের চালান বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।

বিজ্ঞাপন

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, বাইরের দেশ থেকে যে পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে তা চাহিদার তুলনায় কম। যার কারণে বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলেই বাজার পূর্বের জায়গায় ফিরে আসবে।