ফরিদপুরে দুই জঙ্গি আটক
ফরিদপুরের শিবরামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই জঙ্গিকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে জঙ্গি জিহাদি বই, দুটি চাকু ও বোমা তৈরির বই উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৫) ও রাজবাড়ী সদর উপজেলার গৌড়িপুর এলাকার আলিম সেকের ছেলে নাইম সেখ (২৪)।
র্যাব-২ এর এসপি মহিউদ্দিন ফারুকী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে ঢাকা থেকে বাসে করে দুই জঙ্গি শিবরামপুর বাসস্ট্যান্ডে এসে নামে। রাজধানী ঢাকার র্যাব-২ এর একটি দল তাদের পেছন পেছন এখানে আসে। পরে শিবরামপুর বাসস্ট্যান্ডের পলাশ শীলের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
এসপি ফারুকী জানান, আটকের কিছু সময় পরই দুইজনকে নিয়ে আবার ঢাকায় ফিরে যায় র্যাব-২ এর সদস্যরা। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে লক্ষ্য করে জঙ্গি ছক নিয়ে ওই দুই জঙ্গি ঢাকা থেকে ফরিদপুরে আসে।