সিলেটে ট্রাকভর্তি ভারতীয় পেয়াঁজসহ আটক ২
ভারত থেকে অবৈধপথে আসা ট্রাকভর্তি ভারতীয় পেঁয়াজসহ দুইজনকে আটক করেছে র্যাব-৯।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় সিলেট শহরতলীর বটেশ্বর বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া দুইজন হলেন- সিলেট গোয়াইনঘাট উপজেলার ভিতরাখেন এলাকার আব্দুল হকের ছেলে লায়েছ উদ্দিন ও রাজশাহীর বোয়ালীয়া উপভাদ্রা এলাকার আরমান আলীর ছেলে মীরাজ আলী।
র্যাব জানায়, লায়েছ উদ্দিন ও মীরাজ আলী তামাবিল জাফলং এলাকা থেকে অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা পেঁয়াজ ঢাকায় মজুদ করার জন্য নিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৌকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, একটি ট্রাকে করে দুই হাজার ২৪০ কেজি পেঁয়াজ বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।
আটকদের শাহপরান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।