এক কেজি পেঁয়াজের দামে একটি সোনালী মুরগি!

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

এক কেজি পেঁয়াজের দামে একটি সোনালী মুরগি পাওয়া যাচ্ছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

এক কেজি পেঁয়াজের দামে একটি সোনালী মুরগি পাওয়া যাচ্ছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গায় গত এক সপ্তাহে পেঁয়াজের পাইকারি দাম বৃদ্ধি পেয়ে কেজিতে ২২০ টাকায় দাঁড়িয়েছে। আর খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা দরে। যা দিয়ে এক কেজি ওজনের একটি সোনালী মুরগী পাওয়া যায়।

গত এক সপ্তাহ আগেও চুয়াডাঙ্গার খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি দরে। সাত দিনের ব্যবধানে হঠাৎ করেই বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে কেজি প্রতি ৫০-৬০ টাকা। ক্রেতাদের অভিযোগ, জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং যদি ঠিক মতো করা যেত, তাহলে কিছুটা হলেও পেঁয়াজের দাম কমে আসত।

বিজ্ঞাপন

পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মহাজনের কাছ থেকে বেশি দামে কেজি প্রতি পেঁয়াজ কিনে আনছেন তারা। তাই খুচরা দোকানদারদের কাছে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দাম বৃদ্ধি পাওয়ায় অনেক ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছে।

পেঁয়াজের পাইকারি বাজার

চুয়াডাঙ্গার বড় বাজারের সবজি ব্যবসায়ী রাকিবুল মিয়া বলেন, ‘টাকা দিলেও অনেক সময় পাইকারি বাজারেও মিলছে না পেঁয়াজ। দাম বৃদ্ধি হওয়ায় অনেকে পেঁয়াজের বদলে কিনছেন মূলা।’

বিজ্ঞাপন

পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী সিরাজুল মিয়া বলেন, ‘এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় অনেক কাস্টমার কমে গেছে। বেশি দামে পেঁয়াজ কেনার ফলে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদ বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘পেঁয়াজের দাম বৃদ্ধি শুধু চুয়াডাঙ্গাতে নয়, সারাদেশে এর প্রভাব পড়েছে। চুয়াডাঙ্গায় পাইকারি ব্যবসায়ীরা রাজবাড়ি থেকে পেঁয়াজ কিনে নিয়ে আসে। বেশি দামে কেনার ফলে তারা বেশি দামেই পেঁয়াজ বিক্রি করছে। তবে আমরা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছি। কোনো ব্যবসায়ী যদি অসাধু উপায়ে পেঁয়াজ বেশি দামে বিক্রির চেষ্টা করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, বাজারে পেঁয়াজের দাম মনিটরিংয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন জেলার বড় বড় বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে।