নেত্রকোনায় ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু
নেত্রকোনায় ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম এ মেলার উদ্বোধন করেন।
নেত্রকোনা উপ কর কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ কর অঞ্চলের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপ কর কমিশনারের কার্যালয়, সার্কেল-২০ এর সহকারী কর কমিশনার ফয়সাল সাইফুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- পুলিশ সুপার আকবর আলী মুনসী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তফসির উদ্দিন খান, নেত্রকোনা টেক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন আহমেদ মাসুদ, নেত্রকোনা চেম্বার অব কমার্সের সভাপতি হাজী মো. আব্দুল ওয়াহেদ, নেত্রকোনা ডায়াবেটিস সমিতির সভাপতি, চিকিৎসক ডা. এম এ হামিদ খান প্রমুখ।
পরে মেলায় আগত করদাতাদের কর গ্রহণ করা হয়। আয়কর মেলায় ১৯ নভেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর গ্রহণ করা হবে।