প্রাথমিক ও ইবতেদায়ীতে যশোরের ৪৭ হাজার পরীক্ষার্থী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আগামী রোববার (১৭ নভেম্বর)। এবারের পরীক্ষায় যশোর জেলার বাংলা ও ইংরেজি ভার্সনে ১৪৮টি কেন্দ্রে ৪৭ হাজার ২১৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৩৯ হাজার ৬৭৭ জন এবং ইবতেদায়ী পরীক্ষায় ৭ হাজার ৫৪০জন পরীক্ষার্থী।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম বার্তাটোয়েন্টিফোর.কম-কে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সূত্রে জানা গেছে, প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের মধ্যে ১৮ হাজার ৭১৩ জন ছাত্র ও ২০ হাজার ৯৬৪ জন ছাত্রী। ইবতেদায়ী পরীক্ষায় ৩ হাজার ৭১২ জন ও ৩ হাজার ৮২৮ জন ছাত্রী। জেলায় ৪৭ হাজার ২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে অভয়নগরে ১২টি কেন্দ্রে ৪ হাজার ৪০ জন, কেশবপুরের ১৯টি কেন্দ্রে ৪ হাজার ২৯১জন, চৌগাছার ১৯টি কেন্দ্র ৪ হাজার ৩২৯ জন, ঝিকরগাছার ১৪টি কেন্দ্রে ৫ হাজার ৬১৭জন, বাঘারপাড়ার ১৭টি কেন্দ্রে ৩ হাজার ৬০৬ জন, মণিরামপুরের ২৩টি কেন্দ্রে ৭ হাজার ১৫৪ জন, শার্শার ১৭টি কেন্দ্রে ৫ হাজার ৯৮৬ জন, সদর উপজেলার ২৭টি কেন্দ্রে ১২ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী অংশ নেবে।

এ বিষয়ে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘২০১৮ সালের চেয়ে চলতি বছরে সাড়ে ৫ হাজার পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। গত বছর ৪১ হাজার ৭৪৫ জন অংশ নিয়েছিল। চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় ২০ মিনিট থেকে বাড়িয়ে ৩০ মিনিট করা হয়েছে।’

বিজ্ঞাপন