বান্দরবানে বিজিবির সঙ্গে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (১৭ নভেম্বর) ভোরে ঘুমধুমের তুমব্রুর চম্পাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। এখনও নিহত দুই রোহিঙ্গার নাম পরিচয় কিছু জানা যায়নি।

বিজ্ঞাপন

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বেলা ১১টার সময় বার্তাটোয়েন্টিফোর.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চম্পাকাটা সীমান্তে টহল দেয়ার সময় ১০-১২ জনের একটি দলকে থামতে বললে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে এসব মাদকসহ দুইজনের মরদেহ পাওয়া যায়।

বিজ্ঞাপন