গুরুদাসপুরে সীমিত লাভে পেঁয়াজ বিক্রির নির্দেশ

  • উপজেলা করেসপন্ডেন্ট,  বার্তাটোয়েন্টিফোর.কম, গুরুদাসপুর (নাটোর) 
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পেঁয়াজের দাম না কমা পর্যন্ত নাটোরের গুরুদাসপুরে সীমিত লাভে ব্যবসায়ীদের পেঁয়াজ বিক্রির নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দোকানে মূল্য তালিকা টানাতে প্রত্যেক ব্যবসায়ীকে নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ব্যবসায়ীদের বিরুদ্ধে ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বাজারে পেঁয়াজ বিক্রির অভিযোগ করেছিলেন ক্রেতারা। এমন অভিযোগের প্রেক্ষিতে শনিবার বিকেলে উপজেলার বাণিজ্যনগরী চাঁচকৈড় বাজার মনিটরিংয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ক্রেতাদের কাছ থেকে পণ্যের দাম বেশি রাখলে জরিমানা করা হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করেন ইউএনও। সেই সাথে দোকানে মূল্য তালিকা টাঙাতে প্রত্যেক ব্যবসায়ীকে নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

ক্রেতা শাহ আলম বলেন, বাজারে ইউএনও-এসিল্যান্ডের উপস্থিতি টের পেলেই ২৬০ টাকার পেঁয়াজ ২০০ টাকায় বিক্রি শুরু হয়। আবার তাদের অনুপস্থিতিতে এক লাফে প্রতি কেজি পেঁয়াজ ২৬০ টাকায় বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।