নদীতে মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকার একটি খাল থেকে সবুজ (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সবুজ মঠবাড়িয়ার আমরাগাছিয়া এলাকার জাকির হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সবুজ, রাজু ও বশির বিষখালী নদীতে মাছ ধরতে যায়। রাতের কোন এক সময় নৌকাতে ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় তাদের নৌকা ডুবে গেলে সবুজ তলিয়ে যায়। পরে তার মরদেহ খাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।