পেঁয়াজের দাম কমানোর দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ-মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের দাম কমানোর দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নামের একটি সংগঠন।

সোমবার (১৮ নভেম্বর) সকালে জেলা প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাবের আশেপাশের এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

সংগঠনটির টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে কর্মসূচিতে সরকারি সা’দত কলেজের শিক্ষার্থী মাহাতাব হাসান, মো. ইমরোজ, সরকারি এমএম আলী কলেজের শিক্ষার্থী মো. প্রত্যয়, মো. আলিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সকাল ১১টার দিকে মানববন্ধনে অংশ নেন তারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, পেঁয়াজের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তাছাড়া নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দামও বেড়ে যাচ্ছে। এ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।