নেত্রকোনায় শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ বার কাউন্সিলের বিধি মোতাবেক আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা সময়মতো নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষানবিশ আইনজীবীরা।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জজ কোর্টের সামনে জেলা আইনজীবী সমিতির শিক্ষানবিশদের ব্যানারে এই মানববন্ধন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় তারা জানায়, সময়মত পরীক্ষা না নেওয়ায় শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। পাশাপাশি বয়স বেড়ে যাওয়ার পর সনদ সনদ কোনো কাজে আসবে না বলে তারা এ সমস্যা থেকে পরিত্রাণ চান।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষানবিশ আইনজীবী রানা আহমেদ খান পাঠান, প্রিয়ন্ত চন্দ্র সরকার, তপতি শর্মা, মো. মোস্তাফিজুর রহমান খানসহ আরও অনেকে।

বিজ্ঞাপন