পেঁয়াজের দাম বাড়ায় বিএনপির বিক্ষোভ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় সোমবার (১৮ নভেম্বর) সরকারি কলেজ সড়কের অ্যাসোসিয়েশন হলের পাশে এই সমাবেশ করা হয়।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি।

সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, সদর থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দীন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ‘অবিলম্বে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এছাড়া পেঁয়াজ ও চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্বাভাবিক রাখতে হবে।’