নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় ৩ জনের যাবজ্জীবন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

আদালতে উপস্থিত ছিলেন আসামি শাহজাহান ওরফে সাজু

আদালতে উপস্থিত ছিলেন আসামি শাহজাহান ওরফে সাজু

নারায়ণগঞ্জে ডাকাতির দায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ফতুল্লার নন্দলালপুর এলাকার আপেল উদ্দিনের ছেলে শাহজাহান ওরফে সাজু, কবির ও কাউসার। এদের মধ্যে আপেল আদালতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রাষ্ট্র পক্ষের প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমীন আহমেদ জানান, নারায়ণগঞ্জ সদর থানার একটি ডাকাতি মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এই মামলার মোট আসামি পাঁচজন। আসামি সাজুর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালত। অন্য দু’জন কবির ও কাউসার পলাতক রয়েছেন। এছাড়া আরও দুই আসামি রাজ্জাক মিয়া ও লস্কর মারা গেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে চাষাড়া লিংক রোড মোড়ে ব্যারিকেড দিয়ে চাল ভর্তি একটি ট্রাক ডাকাতির চেষ্টা চালানো হয়। এ সময় সদর মডেল থানার টহল পুলিশ চাল ভর্তি ট্রাকটি ডাকাতদের কাছ থেকে উদ্ধার করে। এ ঘটনায় তোতা মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে সদর মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন