টাঙ্গাইলে ছাত্রী ধর্ষণ মামলায় একজ‌নের যাবজ্জীবন

  • ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

জেলার মানচিত্র, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

জেলার মানচিত্র, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় যুবরাজ না‌মের একজ‌নের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ক‌রে‌ছে আদালত। সেই সঙ্গে এক লাখ টাকার অর্থদণ্ডাদেশ দেওয়া হয়ে‌ছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মীর যুবরাজ (৪০) ‌জেলার দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লী গ্রামের মৃত খন্দকার মতিয়ার রহমানের ছেলে।

বিজ্ঞাপন

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নাসিমুল আক্তার নাসিম জানান, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে যুবরাজ টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে আসার পথে টাঙ্গাইল শহরের ছয়আনী পুকুর পাড় এলাকা থেকে অপহরণ করে। পরে ওই ছাত্রীটিতে দেলদুয়ার উপজেলার নাটিয়া পাড়ায় তার বোনের বাড়িতে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়ে অপহৃতার পিতা বাদী হয়ে গত বছরের ১৮ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় অপহরণ ও ধর্ষণের মামলা করেন। পরে এ মামলায় সাক্ষী এবং শুনানি শেষে আদালত এ রায় দেন।