আশুলিয়ায় ইলেকট্রিক প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিকেদের সঙ্গে আলাপ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ

সাংবাদিকেদের সঙ্গে আলাপ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে একটি অনুমোদনহীন ইলেকট্রিক পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠানকে সাড়ে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার ছয়তলা এলাকার ন্যাশনাল সুপার পাওয়ার (এনএসপি) নামের প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

আশুলিয়া রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে লোগো ব্যবহার করে ইলেকট্রিক বাল্ব, ফ্যান, সুইচ, হোল্ডার বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি। নিম্নমানের নামহীন পণ্যসামগ্রী বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে আসছিলেন এর মালিক। তাদের বাজারজাত করা পণ্যসামগ্রী খুবই নিম্নমানের। এসব পণ্য সামগ্রীতে যেকোনো সময় শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। অনুমোদন না নিয়ে লোগো ব্যবহার করার দায়ে ওই প্রতিষ্ঠানকে সাড়ে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।’