কেন্দুয়ায় লবণ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

লবণের আড়তে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

লবণের আড়তে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির অভিযোগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাচ্চু মিয়া নামে এক লবণ ব্যবসায়ীকে (ডিলার) ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম। এ সময় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ওসি রাশেদুজ্জামান জানান, মঙ্গলবার সকাল থেকে বাজারে লবণের দাম অস্বাভাবিক বেড়ে গেছে এবং লবণ পাওয়া যাচ্ছে না- এমন গুজবে মানুষ হুমড়ি খেয়ে দোকানের সামনে ভিড় করে লবণ ক্রয় করতে থাকে। খবর পেয়ে কেন্দুয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় লবণ ডিলার বাচ্চু মিয়ার আড়তেও অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির সত্যতা পাওয়া বাচ্চু মিয়াকে ৭০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দেয়া হয়। তবে বাচ্চু মিয়া জরিমানার ৭০ হাজার টাকা পরিশোধ করে।