নেত্রকোনায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ
পূর্ব ঘোষণা ছাড়াই নেত্রকোনায় মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
নেত্রকোনা জেলা শহরের পারলা বাসস্ট্যান্ড গিয়ে দেখা গেছে, সকাল থেকে ঢাকাসহ দেশের কোথাও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে আন্তঃজেলা বাস চালু রয়েছে। এতে অনেক যাত্রীই বাসস্ট্যান্ডে এসে বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন।
যাত্রী আরিফুর রহমান বলেন, 'আমি ঢাকা যাওয়ার জন্য কলমাকান্দা থেকে এসে সকাল ৯টা থেকে বসে আছি। কিন্তু বাস বন্ধ থাকায় যেতে পারছি না।' ঢাকায় তার জরুরি কাজ ছিল বলেও জানান তিনি।
আরেক যাত্রী নবারুণ সরকার বলেন, 'ঢাকায় যাওয়ার উদ্দেশে স্ত্রী, সন্তান নিয়ে মদন উপজেলা থেকে এসেছি। প্রায় দুই ঘণ্টা যাবত বাসস্ট্যান্ডে বসে আছি। চালকরা আকস্মিকভাবে কর্মবিরতিতে গিয়ে সাধারণ যাত্রীদের চরম বিপাকে ফেলেছেন।'
জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুলহাস মন্ডল সাকি বলেন, 'নতুন যে আইনটা হয়েছে, সেটার পরিবর্তন চাই। আর এ জন্যই শ্রমিকেরা গাড়ি চালাচ্ছেন না।'
এ বিষয়ে জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, 'দূরপাল্লার বাস বন্ধের বিষয়টি সরকার দেখছে। আন্তঃজেলা বাস চলাচল করছে।'