লবণের দাম বেশি রাখায় যশোরে দুই দোকানিকে জরিমানা
যশোরে অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে শহরের দুই দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে লবণের দাম বেড়ে যাওয়ার গুজবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন এসব জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালালউদ্দিন বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, রাতে শহরের জেল রোড এলাকায় ‘ভাই ভাই স্টোর’ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান। বেশি দামে লবণ বিক্রি করায় দোকানিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে, শহরের পুরাতন কসবা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজারের সোহরাবের দোকানে অভিযান চালানো হয়। সেখানেও লবণের অতিরিক্ত দাম নেওয়ায় এক হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।