ইজি বাইক চলাচলে বাধা দিলে ধর্মঘটের হুমকি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নড়াইল
  • |
  • Font increase
  • Font Decrease

নড়াইল ইজি বাইক ও ইজিভ্যান চালক সমিতির সমাবেশ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নড়াইল ইজি বাইক ও ইজিভ্যান চালক সমিতির সমাবেশ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বিভিন্ন দাবি নিয়ে নড়াইলে ইজি বাইক, ইজিভ্যান, জে,এস,সি, নসিমন চালকদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পহেলা ডিসেম্বরের মধ্যে দাবিগুলো মানা না হলে লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছেন তারা। 

নড়াইল ইজি বাইক ও ইজিভ্যান চালক সমিতির আয়োজনে বুধবার (২০ নভেম্বর) নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ইজি বাইক-ইজিভ্যান চালক সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ইজিবাইক সমিতির সভাপতি নায়েব আলী, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘হাইওয়ে নয় এমন সকল সড়কে নির্বিঘ্নে বাধাহীনভাবে আমাদের ৩ চাকার যান চলাচল করতে দিতে হবে।’ দাবি মানা না হলে ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে লাগাতার তিন চাকার যান চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক আনজুমান আরার কাছে স্মারক লিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

এদিকে, সমাবেশের কারণে কয়েক ঘণ্টা ৩ চাকার যান চলাচল বন্ধ থাকায় জন দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

অপরদিকে সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে তৃতীয় দিনের মতো নড়াইলের অভ্যন্তরীণ সড়কগুলোতে যাত্রীবাহী বাস ও ট্রাকলরি চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। নড়াইল-যশোর, নড়াইল-লোহাগড়াসহ অভ্যন্তরীণ পাঁচটি রুটে কোনো ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।