চুয়াডাঙ্গায় বাস ছাড়লেই শ্রমিকদের বাধা
চুয়াডাঙ্গার বাস টার্মিনাল থেকে ধর্মঘটের কারণে সারাদিন কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। কিছু বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেলেও শ্রমিকদের রোষানলে সেগুলোই আবার মাঝপথ থেকে ফিরে আসছে। এতে ঢাকাগামী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দিনভর এই দৃশ্যই দেখা মেলে চুয়াডাঙ্গার বিভিন্ন বাসস্ট্যান্ডগুলোতে।
চুয়াডাঙ্গার পূর্বাশা পরিবহনের কাউন্টার মাস্টার আনোয়ার হোসেন জানান, প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন রুটে ৪৫টি বাস ছেড়ে যায়। কিন্তু আন্দোলনের কারণে গাড়ি নিয়ে ট্রিপে যেতে চাচ্ছেন না শ্রমিকরা। ফলে আগাম টিকিট নেওয়া যাত্রীদের টাকা ফেরত দেওয়াসহ প্রায় সব বাসের শিডিউল বাতিল করতে হচ্ছে। এতে পূর্বাশা পরিবহনকে প্রতিদিন প্রায় ২ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে।’
চুয়াডাঙ্গা ডিলাক্স কাউন্টার মাস্টার ইলিয়াস হোসেন জানান, ঢাকার উদ্দেশ্যে ৩৭জন যাত্রী নিয়ে একটি বাস ছেড়ে গেলে সেটি ঝিনাইদহ টার্মিনালে শ্রমিকদের আন্দোলনের মুখে পড়ে। এরপর বাস চালক মিন্টুকে লাঞ্ছিত করা হয় এবং বাসটি আবারো চুয়াডাঙ্গায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়।’
এ প্রসঙ্গে জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এ নাসির আহাদ জোয়ার্দ্দার বলেন, ‘শ্রমিকদের আন্দোলনের কারণে ক্ষতি মালিক-শ্রমিক উভয়েরই হচ্ছে। নতুন আইনকে আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু জামিন অযোগ্য ধারাগুলো সংশোধন করা প্রয়োজন।’