কুমিল্লায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

কুমিল্লার লালমাই উপজেলায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথে উপজেলার ফয়েজগঞ্জ বাজার এলাকার মিয়াজি বাড়ি সংলগ্ন স্থানে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি জানানো হয় রেলওয়ে পুলিশকে। খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায় লাকসাম রেলওয়ে থানা পুলিশের একটি টিম।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি বার্তাটোয়েন্টিফোর.কম'কে বলেন, রেল লাইনের পাশে মরদেহ পড়ে থাকার খবর শুনে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে প্রাথমিকভাবে ওই নারীর কোন পরিচয় জানা যায়নি। এছাড়া তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আমরা জানতে পারিনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।