কুমিল্লায় বাস-পিকআপ সংঘর্ষে হেলপার নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লায় হিমালয় পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই পিকআপের হেলপার মাইন উদ্দিন (২২) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পিকআপটির চালক।

শুক্রবার (২২ নভেম্বর) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে জেলার নাঙ্গলকোট উপজেলার ছোট টুঘুরিয়া এলাকায় দুপুরে এই ঘটনা ঘটে। নিহত মাইন উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকার জাফর মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা মিয়া বার্তাটোয়েন্টিফোর.কম'কে জানায়, পিকআপটি কুমিল্লা থেকে নোয়াখালী যাচ্ছিল আর হিচালয় পরিবহনের বাসটি লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। দু'টো গাড়িই ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক আর হেলপার গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে হেলপার মাইন উদ্দিন মারা যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করি। দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন