শাহজাদপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

সিরাজগঞ্জ জেলার মানচিত্র

সিরাজগঞ্জ জেলার মানচিত্র

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল মধ্যপাড়া গ্রামের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে শাহজাদপুর থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন-বাড়াবিল গ্রামের রাজমিস্ত্রি হইজন প্রামাণিক (৫৫) ও তার স্ত্রী রেখা খাতুনের(৫০)।

মৃত হইজনের শ্যালক রেজাউল করিম জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে তার বোন ও ভগ্নিপতি ঘরে দরজা দিয়ে ঘুমিয়ে যান। শুক্রবার সকালে ঘুম থেকে না ওঠায় ছোট ছেলে লিখন অনেক ডাকাডাকি করার এক পর্যায়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পায় তার বাবার দেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে আর মা বিছানায় পড়ে আছে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা ভেঙে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে সংবাদ পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

বিজ্ঞাপন

শাহজাদপুর থানার ইন্সপেক্টও (অপারেশন) আসলাম আলী জানান, রাজমিস্ত্রি হইজন প্রামাণিককে ঝুলন্ত অবস্থায় ও তার স্ত্রী রেখা খাতুনকে বিছানায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। রেখা খাতুনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলেও তিনি জানান।