কমিটি ঘোষণা ছাড়াই শেষ হলো উপজেলা আ’লীগের সম্মেলন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কমিটি ঘোষণা ছাড়াই শেষ হয়েছে। সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা সভাপতি পদে প্রার্থী হওয়ায় কমিটি ছাড়াই সম্মেলন শেষ হয়ে যায়।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন-অর-রশিদ, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক বাবু সৌমেন্দ্র শৈলেন, জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে ।

বিজ্ঞাপন

এদিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে একক প্রার্থী হলেও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী হন।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন বলেন, কেন্দ্রের নির্দেশনা রয়েছে স্থানীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক পদে প্রার্থী হতে পারবেন না। এখন বিষয়টি কেন্দ্রের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য গত ১৫ নভেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, উপজেলা আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যরা সভাপতি-সম্পাদক পদে প্রার্থী হতে পারবেন না।