বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ পেলেন বীরাঙ্গনা ফুলবরু
আশপাশের অন্য সব ঘর যখন বিদ্যুতের আলোয় আলোকিত, তখনো হ্যারিকেনের আলো জ্বলত একাত্তরের বীরাঙ্গনা ফুলবরু বিবির ঘরে। নিজের সামর্থ্য কিংবা জেলা শহরে ততটা যাতায়াত না থাকায় বিদ্যুৎ সংযোগ নিতে পারেননি তিনি।
কিন্তু বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে পালিত ছেলেকে নিয়ে উপস্থিত হন ফুলবরু। এ সময় কর্মকর্তারা তার বিষয়টি শুনে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেন।
শুক্রবার ছুটি থাকলেও ওই দিনই বিনামূল্যে তাকে পল্লী বিদ্যুৎ এর পক্ষ থেকে মিটার লাগিয়ে দেয়া হয়। পরদিন শনিবার সকালে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা হাজির হয়ে ফুলবরু বিবির ঘরে বিদ্যুৎ সংযোগ দেন।
পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, সরকারি তহবিলে যে টাকা জমা দিতে হয় তা তারা নিজেরাই জমা দিয়ে একাত্তরের এই নারীকে সম্মানিত করেছেন।
আবেদনের পরদিনই বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পটুয়াখালী পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের জন্য দোয়া করেন বীরাঙ্গনা নিঃসন্তান ফুলবরু বিবি।