নেই পেঁয়াজের মূল্য তালিকা, চার ব্যবসায়ীকে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

পেঁয়াজের আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পেঁয়াজের আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুমিল্লায় অভিযান চালিয়ে পেঁয়াজের চার ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদা আক্তার। এ সময় অন্যান্য ব্যবসায়ীদেরকেও সতর্ক করা হয়েছে। বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বুলবুল জানান, ভ্রাম্যমাণ আদালত ওই বাজারে পেঁয়াজের বিভিন্ন আড়তে অভিযান চালায়। এ সময় বাজারের কয়েকটি আড়তে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখেন আড়তে বিভিন্ন ধরনের পেঁয়াজ রয়েছে। তবে এসব পেঁয়াজের পৃথক কোনো মূল্য তালিকা লেখা নেই। এই অভিযোগে পেঁয়াজের ৪ আড়তদারকে ৩০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, এছাড়া নিমসার বাজারে বিভিন্ন খাবার হোটেলে অভিযান চালিয়ে মালিকদেরকে সর্তক করে হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আর অন্যান্য আড়তদারদেরকেও নির্দেশনা দেওয়া হয় পেঁয়াজসহ বিভিন্ন দ্রব্যের মূল্য তালিকা স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠানে টানিয়ে রাখার জন্য।

বিজ্ঞাপন