আমতলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম,বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, ছবি: সংগৃহীত

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে ৩টি বেকারি ও দুই ক্রোকারিজ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন।

বিজ্ঞাপন

জানাগেছে, উপজেলার পৗরসভার মিঠা বাজার এলাকার বিসমিল্লাহ বেকারি, বরিশাল বেকারি ও রিয়াজ ফুড টেডার্স এবং এবিএম চত্বরে দুইটি ক্রোকারিজের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যসম্মতভাবে খাবার পরিবেশন না করায় ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় তিনটি বেকারির প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা এবং দুইটি ক্রোকারিজ দোকানের প্রত্যেককে এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় তিনটি বেকারিকে ১৫ হাজার টাকা এবং দণ্ডবিধি ২৯১ ধারায় দুইটি ক্রোকারিজ দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।'

বিজ্ঞাপন